রোগীদের প্রতি আহ্বান
28মে
আসসালামু আলাইকুম। রাবেয়া হোমিও হলে আপনাকে স্বাগতম।
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রোগীদের প্রতি আহ্বানঃ
1. হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতি যার লক্ষ্য রোগীকে শারীরিক-মানসিক সবদিক দিয়ে সুস্থ করে তোলা। চিকিৎসাকালীন আমাদের পূর্বানুমতি ছাড়া অন্য কোনপ্রকার চিকিৎসা বা টিকা গ্রহণ করবেন না।
2. কোন কিছুই গোপন না করে আপনার মানসিক-শারীরিক সকল কষ্ট ও রোগের ইতিহাস ও গৃহীত চিকিৎসার ধারাবাহিক বিবরণ দিন। প্রতিটি কষ্ট কখন বা কিসে বৃদ্ধি বা উপশম হয় তা জানানো অত্যন্ত জরুরী।
3. চর্ম রোগের ক্ষেত্রে কোন প্রকার অয়েন্টমেন্ট, ক্রীম ব্যবহার করবেন না। চিকিৎসা চলাকালীন কোন চর্ম রোগের উদ্ভব হলে অবিলম্বে আমাদের জানান।
4. আপনার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে মনে করে চিকিৎসকের অনুমতি ব্যতিত চিকিৎসা গ্রহণ বন্ধ করবেন না। ক্রণিক রোগী ২-৩ সপ্তাহ অন্তর ও একিউট রোগী প্রয়োজন বোধে ঘন ঘন দেখার দরকার হতে পারে।
5. এ্যাপয়েন্টমেন্ট ব্যতীত রোগী দেখা হয়না। অধিকন্তু, চেম্বারে আসার আগে ফোনে ডাক্তারের আছেন কিনা তা নিশ্চিত হোন। যথেষ্ট সময় নিয়ে আসুন।
6. ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে আপনাকে আগে দেখতে ডাক্তারকে অনুরোধ করে বিব্রত করবেন না। প্রয়োজনে নতুন এ্যাপয়েন্টমেন্ট নিন। জরুরী প্রয়োজনে ডাক্তার বয়স্ক, শিশু বা অত্যন্ত অসুস্থ রোগীকে আগে দেখতে পারেন।
7. দুরে অবস্থানকারী রোগীকে অন্তত: ১বার সরাসরি দেখা আবশ্যক।
8. চেম্বারে খাবারগ্রহন বা ধুমপান নিষেধ। চেম্বারকে পরিচ্ছন্ন রাখুন।
9. ডাক্তারের মনোযোগে বাঁধা সৃষ্টি করে এমন আলোচনায় বিরত থাকুন এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখুন।
10. রোগীকে ১০০% আরোগ্য করতে পারবো মর্মে কোন প্রকার প্রতিশ্রুতি দেইনা। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কেবল আল্লাহ্ প্রদত্ত জ্ঞান দ্বারা আমাদের সর্ব্বোচ্চ চেষ্টা করে থাকি। আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতার ব্যাপারে কোন দ্বিধা/সংশয় বা সন্দেহ থাকলে চিকিৎসা সেবা নেবেন না।
11. সুচিকিৎসার স্বার্থে ডাক্তারের উপদেশ সঠিকভাবে পালন করুন।
12. প্রতিদিন বিকেল ৫:১৫ হতে রাত ৯:০০ টা এবং শুক্র-শনি ও সরকারী ছুটির দিন সকাল ৯:০০ হতে দুপুর ১২:০০টা চেম্বার খোলা থাকে।
13. চিকিৎসাসেবার অধিকতর উন্নয়নে আপনার কোন মন্তব্য, সুপারিশ থাকলে ই-মেইল করে বা লিখিতভাবে আমাদের জানান।
14. আস্আলুল্লাহাল আযীম, রাব্বাল আরশীল আযীম, আই ইয়াশফীয়াকা (আমি আপনার রোগ মুক্তির জন্য আরশে আযীমের মহান রব আল্লাহ্ (সুবঃ) এর নিকট প্রাথনা করছি। আবু দাউদ: ৩১০৮)
15. লা-বাছা তাহুরুন ইনশা-আল্লাহু (কিছুই না! আরোগ্য লাভ করবেন আল্লাহ্ ইচ্ছা করলে। বুখারী: ৫৬৫৬)।
2. কোন কিছুই গোপন না করে আপনার মানসিক-শারীরিক সকল কষ্ট ও রোগের ইতিহাস ও গৃহীত চিকিৎসার ধারাবাহিক বিবরণ দিন। প্রতিটি কষ্ট কখন বা কিসে বৃদ্ধি বা উপশম হয় তা জানানো অত্যন্ত জরুরী।
3. চর্ম রোগের ক্ষেত্রে কোন প্রকার অয়েন্টমেন্ট, ক্রীম ব্যবহার করবেন না। চিকিৎসা চলাকালীন কোন চর্ম রোগের উদ্ভব হলে অবিলম্বে আমাদের জানান।
4. আপনার অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে মনে করে চিকিৎসকের অনুমতি ব্যতিত চিকিৎসা গ্রহণ বন্ধ করবেন না। ক্রণিক রোগী ২-৩ সপ্তাহ অন্তর ও একিউট রোগী প্রয়োজন বোধে ঘন ঘন দেখার দরকার হতে পারে।
5. এ্যাপয়েন্টমেন্ট ব্যতীত রোগী দেখা হয়না। অধিকন্তু, চেম্বারে আসার আগে ফোনে ডাক্তারের আছেন কিনা তা নিশ্চিত হোন। যথেষ্ট সময় নিয়ে আসুন।
6. ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে আপনাকে আগে দেখতে ডাক্তারকে অনুরোধ করে বিব্রত করবেন না। প্রয়োজনে নতুন এ্যাপয়েন্টমেন্ট নিন। জরুরী প্রয়োজনে ডাক্তার বয়স্ক, শিশু বা অত্যন্ত অসুস্থ রোগীকে আগে দেখতে পারেন।
7. দুরে অবস্থানকারী রোগীকে অন্তত: ১বার সরাসরি দেখা আবশ্যক।
8. চেম্বারে খাবারগ্রহন বা ধুমপান নিষেধ। চেম্বারকে পরিচ্ছন্ন রাখুন।
9. ডাক্তারের মনোযোগে বাঁধা সৃষ্টি করে এমন আলোচনায় বিরত থাকুন এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখুন।
10. রোগীকে ১০০% আরোগ্য করতে পারবো মর্মে কোন প্রকার প্রতিশ্রুতি দেইনা। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা কেবল আল্লাহ্ প্রদত্ত জ্ঞান দ্বারা আমাদের সর্ব্বোচ্চ চেষ্টা করে থাকি। আমাদের প্রচেষ্টা ও আন্তরিকতার ব্যাপারে কোন দ্বিধা/সংশয় বা সন্দেহ থাকলে চিকিৎসা সেবা নেবেন না।
11. সুচিকিৎসার স্বার্থে ডাক্তারের উপদেশ সঠিকভাবে পালন করুন।
12. প্রতিদিন বিকেল ৫:১৫ হতে রাত ৯:০০ টা এবং শুক্র-শনি ও সরকারী ছুটির দিন সকাল ৯:০০ হতে দুপুর ১২:০০টা চেম্বার খোলা থাকে।
13. চিকিৎসাসেবার অধিকতর উন্নয়নে আপনার কোন মন্তব্য, সুপারিশ থাকলে ই-মেইল করে বা লিখিতভাবে আমাদের জানান।
14. আস্আলুল্লাহাল আযীম, রাব্বাল আরশীল আযীম, আই ইয়াশফীয়াকা (আমি আপনার রোগ মুক্তির জন্য আরশে আযীমের মহান রব আল্লাহ্ (সুবঃ) এর নিকট প্রাথনা করছি। আবু দাউদ: ৩১০৮)
15. লা-বাছা তাহুরুন ইনশা-আল্লাহু (কিছুই না! আরোগ্য লাভ করবেন আল্লাহ্ ইচ্ছা করলে। বুখারী: ৫৬৫৬)।
16. আপনার উত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করুন।
ধন্যবাদান্তে,
ডাঃ বিএম বেনজীর আহমেদ, কনসাল্টেন্ট হোমিওপ্যাথ।
বিএসএস (সম্মান), এমএসএস আন্তর্জাতিক সম্পর্ক (ঢাঃ বিঃ)
ডিএইচএমএস (ঢাকা), ডিসিএইচ (গ্রীস), এমবিএ (অষ্ট্রেলিয়া)
চেম্বারঃ
রাবেয়া হোমিও হল
জহির প্লাজা (দোতলা)
সাভার বাজার বাসস্ট্যান্ড
মোবাইলঃ ০১৭৩৩৭৯৭২৫২
No comments:
Post a Comment